আল-কোরআনের সাথে প্রতিদিন
আল-কোরআনের সাথে প্রতিদিন
قُلۡ اَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ اَرُوۡنِیۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَہُمۡ شِرۡکٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیۡتُوۡنِیۡ بِکِتٰبٍ مِّنۡ قَبۡلِ ہٰذَاۤ اَوۡ اَثٰرَۃٍ مِّنۡ عِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴﴾ বলুন, তোমরা কি আল্লাহ ব্যতীত যাদের ইবাদত কর তাদেরকে ভেবে দেখেছ? তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখান। নাকি মহাবিশ্ব সৃষ্টিতে তাদের কোন অংশ আছে? যদি তোমরা সত্যবাদী হও তবে তার পূর্বের কোন কিতাব বা এ সম্পর্কিত কোন জ্ঞান আমার কাছে পেশ কর। Tell me, have you thought about whom to call besides Allah? Show me what they have made of the world; Or did they share in the creation of the sky? If you are truthful, bring me before this a book [unpublished] or a sign of [remaining] knowledge. -- সূরাঃ আল-আহকাফ, আয়াতঃ ৪
No comments