জিহাদের গুরুত্ব
বুলুগুল মারাম,
জিহাদের গুরুত্ব
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ نَفْسَهُ بِهِ، مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ» رَوَاهُ مُسْلِمٌআবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের ইচ্ছা না করে মৃত্যুবরণ করে, সে একটি বিশেষ শ্রেণীর মুনাফিকীর সাথে জড়িত মারা যাবে। [১৩৬৪]
[1364] মুসলিম 1910, নাসায়ী 3097, আবু দাউদ 2502।
বুলুগুল মারাম, হাদিস নং ১২৫৯
হাদিসের মান: সহিহ হাদিস
No comments