Header Ads

Header ADS

আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা

আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা             

জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে তিনি বলেন,

«لَقِيَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي: «يَا جَابِرُ مَا لِي أَرَاكَ مُنْكَسِرًا؟» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ اسْتُشْهِدَ أَبِي قُتِلَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا, قَالَ: «أَفَلَا أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللَّهُ بِهِ أَبَاكَ؟» قَالَ قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «مَا كَلَّمَ اللَّهُ أَحَدًا قَطُّ إِلَّا مِنْ وَرَاءِ حِجَابٍ، وَأَحْيَا أَبَاكَ فَكَلَّمَهُ كِفَاحًا فَقَالَ: يَا عَبْدِي تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ قَالَ: يَا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلَ فِيكَ ثَانِيَةً. قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ: إِنَّهُ قَدْ سَبَقَ مِنِّي (أَنَّهُمْ إِلَيْهَا لَا يُرْجَعُونَ( قَالَ: وَأُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ: ﴿وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ﴾».


“আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার সাথে দেখা করলেন এবং বললেনঃ হে জাবের, আমি তোমাকে দুঃখিত কেন দেখছি? আমি বললামঃ হে আল্লাহর রাসূল, আমার পিতা উহুদের দিনে অনেক সন্তান ও ঋণ রেখে শহীদ হন। তিনি বললেনঃ আমি কি তোমাকে সুসংবাদ দেব না যে আল্লাহ তোমার পিতার সাথে সাক্ষাৎ করেছেন? জাবের বলেন, আমি বললামঃ অবশ্যই হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ আল্লাহ কখনো পর্দার আড়ালে ব্যতীত কারো সাথে কথা বলেননি, বরং তোমার পিতাকে জীবিত করে সরাসরি কথা বলেছেন।

 তিনি বলেন: হে আমার বান্দা আমার নিকট চাও আমি তোমাকে দিব। জবাবে তিনি (আব্দুল্লাহ) বলেন: হে আমার রব আমাকে জীবিত করুন, আমি দ্বিতীয়বার আপনার রাস্তায় শহীদ হব। আল্লাহ তা‘আলা বললেন: আমার সিদ্ধান্ত পূর্বে চূড়ান্ত হয়ে গেছে যে, মৃতদের দুনিয়াতে প্রত্যাবর্তন করা হবে না। 

তিনি বলেন: এবং এ আয়াত নাযিল করা হলো:


﴿وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ ١٦٩﴾ [ال عمران: ١٦٩]


“"আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে মৃত মনে করো না।" [সূরা আল-ইমরান, আয়াত: 169] (তিরমিজি ও

No comments

Theme images by Barcin. Powered by Blogger.