Header Ads

Header ADS

কিয়ামতের দৃশ্য

 হাদীসে কুদসী*                        

                                                     কিয়ামতের দৃশ্য          

৭০. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:


70- «يَقُولُ اللَّهُ تَعَالَى: يَا آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ، فَيَقُولُ: أَخْرِجْ بَعْثَ النَّارِ. قَالَ: وَمَا بَعْثُ النَّارِ؟ قَالَ: مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَعِنْدَهُ يَشِيبُ الصَّغِيرُ، (وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ( , قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَأَيُّنَا ذَلِكَ الْوَاحِدُ؟ قَالَ: «أَبْشِرُوا؛ فَإِنَّ مِنْكُمْ رَجُلاً، وَمِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا، ثُمَّ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي أَرْجُو أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ»، فَكَبَّرْنَا فَقَالَ: «أَرْجُو أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ»، فَكَبَّرْنَا فَقَالَ: «أَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ», فَكَبَّرْنَا فَقَالَ: «مَا أَنْتُمْ فِي النَّاسِ إِلَّا كَالشَّعَرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ ثَوْرٍ أَبْيَضَ أَوْ كَشَعَرَةٍ بَيْضَاءَ فِي جِلْدِ ثَوْرٍ أَسْوَدَ».




"আল্লাহ তায়ালা বলবেন: হে আদম, তিনি বলবেন: সর্বদা উপস্থিত হও এবং তোমার সন্তুষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাও, কল্যাণ একমাত্র তোমারই হাতে। তিনি বলবেন: জাহান্নামী দলকে বের করুন। তিনি বলবেন: কোন জাহান্নামী দল? তিনি বলবেন: প্রতি হাজার থেকে নয়শত নিরানব্বই জন লোক বার্ধক্যে উপনীত হবে।

 তখনি ছোটরা বার্ধক্যে উপনীত হবে। সমস্ত গর্ভবতী মহিলা গর্ভপাত করবে, এবং আপনি লোকদের মাতাল দেখতে পাবেন, তবে তাদের সাথে মাতাল নেই, তবে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর।

 তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে?

তিনি বললেনঃ তোমার পক্ষ থেকে একটি এবং ইয়াজুজ-মাজুজের পক্ষ থেকে এক হাজার সুসংবাদ গ্রহণ কর। অতঃপর তিনি বললেন, যাঁর হাতে আমার প্রাণ, আমি আশা করি তোমরা জান্নাতবাসীদের এক চতুর্থাংশ হবে।

 আমরা তাকবীর বলে উঠলাম। 

তিনি বললেন: “আমি আশা করছি তোমরা জান্নাতের এক তৃতীয়াংশ হবে”। আমরা তাকবীর বললাম। তিনি বললেন: “আমি আশা করছি তোমরা জান্নাতের অর্ধেক হবে”। আমরা তাকবীর বললাম। 

তিনি বললেন: "মানুষের মধ্যে তুমি সাদা ষাঁড়ের কালো চুলের মত, অথবা কালো ষাঁড়ের সাদা চুলের মত"।

(সহীহ বুখারী, সহীহ মুসলিম ও সুনানে নাসাঈ) হাদীসটি সহীহ।

No comments

Theme images by Barcin. Powered by Blogger.