বিজয় দিবস
পতাকা এবং বাংলাদেশ
আমরা এমন বাঙালি যে দেশের পতাকা আমাদের কাছে মূল্যায়ন হয় তখনই যখন স্বাধীনতা এবং বিজয় দিবসের মাস আসে।তখন দেখা যায় দোকানে বাড়িতে রাস্তা মোড়ে মোড়ে, এবং এসময় রাস্তায় দেখা যায় অনেক বিক্রেতা কে, আলহামদুলিল্লাহ তারা বিক্রি করে কিছু টাকা পায়,
কিন্তু এই দুটো মাস বাদে পতাকা বিক্রি করেনা এবং কেও কিনে না🥲
আসলে একটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয় তখন লাখো মানুষের রক্তে দেশ স্বাধীন হয়।কিন্তু তা রক্ষা করা অনেক কষ্ট!একটা সময় স্কুলে লেখতাম স্বাধীনতা অর্জন করা থেকে তা রক্ষা করা অনেক কঠিন।
বর্তমান সেই স্বাধীনতা নেই কিন্তু ভুলে গেলে চলবে না,যেই জনগণ দেশ স্বাধীন করেছে প্রয়োজনে সেই দেশটাকে আবারো রক্ষা করা লাগে তাহলে সে দেশের মানুষ আবারো রক্ত দিতে প্রস্তুত।
এই লাল সবুজের পতাকা অর্জন করতে বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে,কিন্তু আমাদের কাছে এই লাল সবুজের পতাকার কোন মূল্যায়ন নেই আমরা শুধুমাত্র মার্চ এবং ডিসেম্বর মাসেই এই পতাকা সম্মান করি কিন্তু এটা উচিত যে আমাদের এদেশের সম্মান মর্যাদা সব সময় রাখা উচিৎ,একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে।
আমরা হয়তো দেশ স্বাধীন সময় ছিলাম না কিন্তু আমরা এখন আছি৷ দেশের সম্মান এবং মর্যাদা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে ইনশাআল্লাহ🥰
No comments