Header Ads

Header ADS

রোজা রাখার শারীরিক উপকারিতা

 রোজা রাখার শারীরিক উপকারিতা

 জাপানি নোবেল বিজয়ী বিজ্ঞানী উসেনরি ওসমি। তিনি গবেষণা ও আবিষ্কার করেন যে, ১২ থেকে ২৪ ঘণ্টা রোজা রাখলে মানুষের দেহে অটোফেজি (Auto phazy) চালু হয়। Auto phazy শব্দটি একটি গ্রিক শব্দ। Auto অর্থ নিজে নিজে এবং phazy অর্থ খাওয়া। অর্থাৎ নিজে নিজেকে খাওয়া। শরীরের কোষগুলো বাইরে থেকে খাবার না পেয়ে যখন নিজের অসুস্থ্য কোষগুলো খেতে শুরু করে তখন মেডিকেল সাইন্স এর ভাষায় তাকে autophazy বলা হয়। শুধুমাত্র এটা আবিষ্কার করে উসেনোরি ওসোমি ২০১৬ সালে নোবেল পুরস্কার পান। তিনি প্রমাণ করেন যে, রোজা রাখার মাধ্যমে মানুষ নিন্মুক্ত উপকারগুলো পান:

▪︎১. দেহের সেল পরিস্কার হয়।

▪︎২. ক্যান্সার সেল ধ্বংস হয়।

▪︎৩. পাকস্থলীর প্রদাহ সেরে যায়।

▪︎৪.ব্রেইনের কার্যকারিতা বাড়ে।

▪︎৫. শরীর নিজে নিজেই সেরে যায় ( Autophazy)।

▪︎৬. ডাইয়াবেটিস ভালো হয়।

▪︎৭. বাধ্যর্ক রোধ করা যায়।

▪︎৮. স্থুলতা দূর হয়।

▪︎৯. দীর্ঘ জীবন লাভ করা যায়।

▪︎১০. মানুষ ও জীবের প্রতি সহানুভূতি জন্মায়। 

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে রমজান মাসের হক আদায় করে সবগুলো রোজা সহীহ শুদ্ধভাবে আদায় তৌফিক দান করুন; আমিন।

No comments

Theme images by Barcin. Powered by Blogger.