Header Ads

Header ADS

রমযান মাসের ফযিলত


রমযান সম্পর্কে গুরুত্ব পূর্ণ কিছু কথা

আসসালমুআলাইকুম


হে আমার প্রিয় ভাইয়েরা আমাদের মাঝে থেকে রমযান মাস চলে যাচ্ছে আমরা কি রমযানের আমল করতে পেরেছি।ভাইয়েরা আমার, রমযান মাস বরকতের মাস আসুন এই মাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।হয়তো সকলে জানেন তার পরেও মনে করিয়ে দিতেছি।চলুন শুরু করা যাক।


বিসমিল্লাহির রাহমানির রাহিম,


রমজান মাস পুরুটায় ক্ষমা প্রার্থনার মাস।কেননা এই সময় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।ঐ সময় শয়তান কে বেধে রাখা হয়,যার ফলে দেখেন না যে মসজিদে মুসল্লী বেরে যায়।কাওকে যদি সিকল দিয়ে বেধে রাখা হয়,তাহলে কি সে চিল্লাবে না,?বলবে না যে আমাকে ছেরে দাও?(সহিহ হাদিস.১৮৯৮-১৮৯৯)


আল্লাহ আমাদের হেফাযত করুক।কিন্তু যারা সামান্য অলসতা করে ঈমান দূর্বল হওয়ার কারনে তাদেরকে শয়তান আটকে রাখে যেতে দেয়না, কেউ সুদু জুমা পরতে যায়,আবার কেউ যায় না,আবার কেউ সুদু ঈদের নামায পরে আবার কেউ পরে না।

আর এই রমজানে শয়তান বাধা থাকে তাই মুসল্লী বাড়া শুরু করে,এর পর আবার যখন কমে যায়,ওটা কিন্তু শয়তানের কারনে না,ওটা মানুষের অভ্যাস এবং অলসতার কারনে কমে যায়,প্রথম দু চারদিন অনেক আগ্রহ থাকে,এর পর ক্রমায়নে কমে যায় ও অর্ধেক হয়ে যায়।

তারাবীহের মধ্যে প্রথম কয় একদিন মসজিদ পূর্ণ থাকবে, পরে এক লাইন কমে যাবে,পরে দু লাইন ,এরপর তিন লাইন,হে আমার প্রিয় ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামায সব সময় ফরয, আপনারা এই রমজান মাসে আল্লাহ কাছে দয়া করেন,যে হে আল্লাহ আমাকে এমন তাওফিক দান করুন যাতে মৃত্যুর আগ পর্যন্ত নামায না ছাড়ি,

রমজান আসলে অনেক মানুষ ঘুষ নেওয়া ছেরে দেয়,বলে না এখন রমযান মাস ঘুষ নেওয়া যাবে না,রমজান আসছে ঠিক আছে কিন্তু মুলত কারন হচ্ছে শয়তান কে বন্দী করে রাখা,তাই বলছে এখন নিব না মাস শেষ হলে নিবো,ওজনে কম দেওয়া লোকে বলে এখন কম দেওয়া যাবে না এখন রমযান মাস পরে উসুল করে নিবো 

এই গুলর পিছনে একটা কারন হচ্ছে রমযান মাসের বরকত,আর একটা কারন হচ্ছে শয়তান কে বন্দী করে রাখা,আর একটা কারন হল জান্নাতের দরজা খুলে দেওয়া আর জাহান্নামের দরজা বন্ধ রাখা,তারপর আল্লাহ তায়ালা প্রথম আসমানে এসে বলা আছ কোন ক্ষমা প্রার্থনা কারী,?আছ কেউ তাওবা কারী?আছ কেও দুনিয়া চাও?আছ কেও জান্নাত চাও?এসো সবায় আমার কাছে চাও আর একজন ভালো ফেরেস্তা বলবে হে ভালো প্রার্থনা কারী সাবাস,শুভ কামনা এগিয়ে যাও,আর একজন ফেরেশতা বল্বে,হে খারাপ প্রার্থনা কারি অফ যাও,ফিরে আসো এই রমযান মাসে আল্লাহ তায়ালা আমাদের সবায় কে মাফ করুন,হে আমার প্রিয় ভাইয়েরা এই রমযান মাস থেকে তোমাদের অন্তরের ঘৃণা ও চোগলখোরি বন্ধ কোর।

কারর সাথে ঝগরা থাকলে আল্লাহ জন্য আপোষ করে নাও এটা ঝগরা করার জায়গা না,একে অপর কে ভালবাস তো আল্লাহ তায়ালা উচ্চ মাকাম দান করবে,আল্লাহ আপনাদের হেদায়াত দান করুন।
আমিন।

Image may contain: possible text that says 'WELCOME TO THE HOLY MONTH OF RAMADAN'

No comments

Theme images by Barcin. Powered by Blogger.