ইবনুল আরাবীর উপদেশ গুলি মনের মধ্যে যুদ্ধের শক্তি জোগায়
শায়েখ ইবনুল আরাবীর ৩০টি উক্তি -
১. মানুষ পানি দ্বারা ধৌত করলে কাপড় বদলায়, ঘাম দ্বারা ধৌত করলে ভাগ্য বদলায়, আর রক্ত দ্বারা ধৌত করলে ইতিহাস বদলায়।
২. আল্লাহ্ তাঁর বান্দাদের পরীক্ষা নেন, সে সময় সবর করতে হয়। সবর কোন সহজ কাজ নয়, যে গাছ ঝড়ের সাথে তাল মিলাতে পারেনা তা ভেঙে পড়ে যায়!
৩. তোমার দৃষ্টি তোমার আয়না। মনে রেখো তুমি অন্যকে যেভাবে দেখবে অন্যরাও তোমাকে ঠিক সেভাবেই দেখবে!
৪. ব্যথা সবসময় ক্ষণস্থায়ী। আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনো উপভোগ করা যায়না!
৫. যতক্ষণ তোমার ভিতর ঈমাণ আছে ততক্ষণ তোমার শত্রুও আছে!
৬. কারো গন্তব্য তাঁর প্রচেষ্টার আলোকেই নির্ধারিত হয়।
৭. যে কথা গোপন রাখতে জানে না, তাকে গোপন কথা বলো না।
৮. ভেঙে পড়নো, হতাশ হয়োনা, ছোট ছোট পরাজয় বৃহৎ জয়েরই হাতছানি। তোমার প্রতিটি পরাজয়ই জয়ের আহবান।
৯. সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হবার, সব থেকে বড় ভূমিকা শয়তানের।
১০. যে অশ্রু তোমায় কাঁদায়, তা তোমার হৃদয়ের পুঁজ দূর করবে।
১১. তোমার চোখ দিয়ে যে অশ্রু গড়ায়, তা হৃদয়ের বাগানে প্রবাহিত হয়ে ফুলে-ফলে সাজিয়ে তোলে।
১২. নিজের উপর আস্থা রাখো, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে এগিয়ে চলো।
১৩. ধনুক যতো জোরে টানবে, তীর ততো দূরে যাবে।
১৪. প্রজ্ঞাই সবচেয়ে বড় সম্পদ।
১৫. এখন তোমারাও সেরকম পুনরুত্থানের দিন গণনা করছো, বীজ যেমন মাটি থেকে অঙ্কুরিত হওয়ার দিন গণনা করে।
১৬. ইসলাম সম্পর্কে বুঝতে হলে তোমাকে প্রথমে আমাদের নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে
১৭. কোন পাপই আল্লাহর রহমত থেকে বড় নয়।
১৮. আমরা শূন্য থেকে এসেছি, শূন্যে ফিরে যাবো।
১৯. কোন কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না, তুমি ততটুকুই পাবে, যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্ধ রেখেছেন।
২০. যদি তুমি অন্যের কষ্ট অনুভব করতে চাও, তবে তোমার নিজের আগে - সেই কষ্ট অনুভব করতে হবে।
২১. পৃথিবী হল একটি শিক্ষালয়, যেখানে আমাদের সকলকে আলাদাভাবে পরিক্ষা করা হয়। এবং আমাদের একমাত্র শিক্ষক হল আমাদের প্রভূ।
২২. শাহাদাত আমাদের নৈকট্য লাভের শ্রেষ্ট উপায়, কোন মুমিন ব্যক্তি জুলুমের বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাবে - ততক্ষণ পর্যন্ত সে একজন শ্রেষ্ট মুসলিম।
২৩. সতোর পথে যখন কেউ পথিক হয়ে যায়, মহান আল্লাহ স্বয়ং তাঁর সাহায্যকারী হয়ে যায়।
২৪. তাদের সাথে বন্ধুত্ব করো, যাদের দ্বীনদারী তোমার চাইতে বেশী। এবং দুুনিয়াদারী তোমার চাইতে কম।
২৫. কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান করে, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীতা নারীর পুত্র।
২৬. যে বীজ তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে আগ্রহী নয়, সে কখনো ফলদায়ী বৃক্ষ হতে পারে না।
২৭. যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে;তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য,যে অপরের কল্যাণে নিয়জিত।
২৮. মুসলমানদের উচিৎ তাদের ইতিহাস, সর্ম্পকে জানা,যাতে তারা, তাদের দুর্ভাগ্যের অবসান ঘটাতে পারে।
২৯. শত্রুকে পরাজিত করাই বড় না, শত্রুর মনকে পরাজিত করে আল্লাহর দিকে আনাই বড় জয়!
৩০. লোকে যদি তোমাতে মুগ্ধ হয়,
তাহলে ভেবো না তুমি মুগ্ধকর। আসলে আল্লাহ যে তোমার পাপগুলোকে ঢেকে রেখেছেন,লোকে তোমার ওপর ঝুলানো আল্লাহর সেই পর্দাতে মুগ্ধ।
এটা আসলে তুমি না,এটা আল্লাহর দান করা আবরণ।তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে যাতে তুমি আরও ভালো কাজ করতে পারো এবং এইসব ধ্বংসাত্মক প্রশংসায় আত্মমুগ্ধ হয়ে না পড়ো।
No comments