This Blog is islamik tips. আমি সব সময় চেষ্টা করবো ইসলামি কিছু অজানা সব তথ্য দেওয়ার জন্য, যা আমাদের সোনালী ইতিহাসের কথা সরণ করে দিবে, আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি🥰Tips, Links and Suggestions: Islamic Book reading of this Month.Time Management - Islamic Self Help.
হে আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাই আর সেটা হলো
টাকা।আজ আমি আপনাদের একটি বিষয় জানাতে চাই টাকা পয়সা মানুষ কে সুখ দেয় না।আগুন লাগিয়ে দাও ওই টাকায় যার
জন্য মিথ্যা বলতে হয়,যে টাকা রোযগার করার জন্য আমাকে হারাম পথে যেতে হয়,ঐ টাকা তোমাদের
কোন কাজে আসবে না,এই দুনিয়া আমার দরকার না যে দুনিয়া আমার ঈমান ইমান নষ্ট করে দেই!যে
দুনিয়া আমাকে আল্লাহর সামনে দারানোর দিন অসাম্মানিত করে!আমার দরকার নায় আমার দরকার
নায়!আমি সত্ত্যের সাথী আমাকে সত্ত্য বলতে হবে!আমি মিথ্যা বলতে পারবো না।আমার নবীর দুই
ইবাদাত,নামায কাযা করোনা! কাযা করোনা!মিথ্যা বলোনা,সত্তবাদীতা,খোদাভীতি,ভালোবাসা,সৃষ্টি
করো,স্বামী স্ত্রীকে সম্মান দিবে স্ত্রী স্বামীকে সম্মান দিবে।বাবা ছেলেমেয়েকে সম্মনা
দিবে ছেলেমেয়ে বাবাকে সম্মান দিবে কেনোনা বাবা মার কাছে থেকে ছেলে মেয়ে আদব শেখে,যদি
নিজের বাড়িটা জান্নাত বানাতে চাও তাহলে নবীওয়ালা চরিত্র তৈরী করো।নবীওয়ালা চরিত্র যদি
এক কথায় বলি,তাহলে তা সহ্য করা,সেটা হলো সবর করা ধৈর্য ধরা।কেও কষ্ট দিলে চুপ থাক,কসম
আল্লাহর তুমি এমন শক্তি শালী হয়ে যাবে যে পাহাড় তোমাকে পথ দেখাবে।ধৈর্য মানুষের বড়
শক্তি, ধৈর্য মানুষের বড় শক্তি, ধৈর্য মানুষের বড় শক্তি,যদি জিনিষ পত্র উল্টিয়েও রেখে
দেয় চুপ থাকা শেখ শান্ত থাক।তারপর দেখ তোমার জীবনে কেমন সৌনদর্য আসে,জীবনে কতোটুকু
মিষ্টতা আসে,রাগ প্রকাশ করে সাময়িক এক শান্তি আসলেও,তারপর লজ্জত আর অশান্তি ছারা কিছুই
মেলেনা।চুপ হয়ে যাও সহ্য করে যাও,এটা তোমাকে এমন এক মহান ব্যক্তিতে পরিনত করবে,যে তোমার
দোয়া আরশে সাথে সথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।
হে আমর প্রিয়
ভাই বোনেরা তোমরা নিজেদের রাগ সংযত রাখো,রাগ করে কখনো ভালো হয়না,অন্যের উপর রাগ করলে
সব সময় নিজের খতি হয়।তুমরা ধর্য্য ধরো।আল্লাহ তোমাদের ধর্য্য ধরার তাওফিক দান করুক
ও হেদায়েত দান করুক।আমিন
বাবা মা যদি সন্তানদের
সামনে ঝগরা করে তাহলে তারা তাই শিখবে,তাই বলছি স্বামী স্ত্রীর ঝগড়া ছেলেমেয়েকে নষ্ট
করে দেয়।স্ত্রীদের উপর অত্তাচার করোনা,স্ত্রীগন স্বামীর উপর অত্তাচার করোনা,আমার নবী(স)বলেন,দুশ্চরিত্র
সেই মানুষ কনো পার্থক্য নেই তার,যে স্ত্রীর উপর হাত উঠায়।নিজের বাড়িকে জান্নাত বানাও
বাড়ি জান্নাত টাকা দিয়ে হয়না কোটি টাকা দিয়েও হয়না,নবীওয়ালা চরিত্রের মাঝে হয়।মা-বাবাকে
সম্মান দাও,স্ত্রী স্বামীকে সম্মান দেখাও স্বামী স্ত্রীকে।একজন রেগে গেলে অন্য জন চুপ
হয়ে যাও,অন্য জন চুপ হয়ে গেলে তাকে দেখে অপর জন চুপ হয়ে যাও।সব মারামারি তো কথা থেকে,সব
ঝগরা তো কথা থেকেই,যদি বাড়িকে জান্নাত বানাতে চাও তাহলে আমার একটা কথা শুনে যান,শুধু
একটা কথা,সহ্য করা শিখো।যদি সহ্য করতে ভনা পারো তাহলে তোমাদের ঐ ঝগড়া থামবে এই জন্য
একজন চুপ হয়ে যাও দেখবে আল্লাহ তায়ালা তোমাদের মিমাংসা করে দিবেন, তোমাদের বরকত বারিয়ে
দিবেL
No comments