আযান ও ইকামতের মাঝে দু'আ কবুলের সময়
বুলুগুল মারাম।
আযান ও ইকামতের মাঝে দু'আ কবুলের সময়
فعن أنس رضي الله عنه - قال: قال رسول الله صلى الله عليه وسلم: "الدعاء بين الأذان والإقامة لا ينقض".
আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দু‘আ ফিরিয়ে দেয়া হয় না। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন।” [২৩৬]
[২৩৬] নাসায়ী তার আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ ৬৭, ৬৮, ৬৯ ইবনে খুজাইমাহ তার সহীহ ইবনে খুজাইমাহ ৪২৫, ৪২৬, ৪২৭ এবং তিরমিযী ৩৫৯৪ এ বর্ণনা করেছেন। তিরমিযী যোগ করেছেন- (আরবি) হে আল্লাহর রাসূল (সাঃ) তাকে) সাল্লাম) এটাকে আমরা কী বলব?
তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের সুস্থতা চাইবে। মুহাক্লিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন: এই অতিরিক্ত অংশটুকু যঈফ, ইয়াহইয়া বিন ইয়ামান একাই বর্ণনা করেন। আর তাঁর স্মরণশক্তি দুর্বল।
হাদিসের মানঃ সহিহ হাদিস
No comments